Wednesday, February 27, 2008

ফুরিয়ে যাওয়া

সে নিজেই লিখবে নিজের কবরনামা-
যেরকম হয়নি আগে

নিজের এই ফুরিয়ে যাওয়া দেখতে আমার
ইদানিং ভালোই লাগে।

শ্রীজাত
’কবরনামা’

Saturday, November 24, 2007

আমি বুঝি তোমায় খুঁজিনি?

"...
কী হয়? কী হতে পারতো? এসবে কি কিচ্ছু এসে যায় ?
চোখে চোখ পড়ামাত্র ছোঁয়া লাগলো চোখের পাতায়-
সেই তো যথেষ্ট স্বর্গ - সেই স্পর্শ ভাবি আজ। সেই অবাক করা গলা
অন্ধকারে তাও ফিরে আসে...
স্বর্গ থেকে আরো স্বর্গ উড়ে যাও আর্ত রিনিঝিনি
..."

- জয় গোস্বামী
"স্পর্শ"
গোল্লা

আমি এত যে তোমায় ভালোবেসেছি...

"...
তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে ওই
তোমার অধরে ওগো যে হাঁসির মধুমায়া ফোঁটে ওই
তারা এই অভিমান বোঝে না আমার
বলে, 'তুমি তো আমায় ভালোবেসেছ!'..
তবু আমার গোপন ব্যাথা কেঁদে কেঁদে কয়
'কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়...'
..."

- মানবেন্দ্র মুখোপাধ্যায়
(সুর: মানবেন্দ্র মুখোপাধ্যায়, কথা: ?)

...শুধু তুমি যদি বুঝতে :(

Thursday, November 22, 2007

শ্রীজাত - ১

"
ভাঙছে ঠুনকো আড্ডা
সাতটা লাল চা, বিস্কুট
দাম মেটাচ্ছে খুচরো।
অল্প-অল্প বৃষ্টি
একলা হাঁটছি, আস্তে
স্বপ্ন বলতে চাকরি
অস্ত্র বলতে ধান্দা
সত্যিমিথ্যে বন্ধু
পেট গোলাচ্ছে, যাক গে
ফিরতে ফিরতে রাত্তির
ভাত সামান্য ঠান্ডা
খাচ্ছি, গিলছি, ভাবছি
ছোট্টো একটা জানলার
পাল্লা ভিজছে হয়তো,
নীলচে শান্ত পর্দা
একটু-একটু দুলছে,
চুল গড়াচ্ছে বিছনায়,
পাতলা, স্বচ্ছ নাইটি...
...
"

- শ্রীজাত
"ঘরে ফেরার গান"
উড়ন্ত সব জোকার


কবিতা-টি যখনই পড়ি, একটা অদ্ভূত ঠাণ্ডা অনুভব গ্রাস করে আমাকে। এক অদ্ভূত রাত্তিরে উড়ে চলে যাই আমি - কোন এক নাম্-না-জানা (অথচ অদ্ভুতরকম-ভাবে চিরপরিচিত) বৃষ্টিস্নাত, নির্জন, জনমানবহীন রাস্তায়, এক ঝিমিয়ে থাকা শহরের হৃদধ্বনি যেন সঙ্গত দিতে থাকে আমার সকল না-পাওয়া আকাঙ্খা-র সম্মিলীত চাঁপা কান্নাকে। গান গেয়ে ওঠে সে স্তব্ধতা, সে নিস্তব্ধতা; আর আমি শুনতে থাকি সেই গান, সেই অদ্ভুত সুন্দর গান...

কি অদ্ভুত রেসোনেন্স্‌‌ , তাই না?

Wednesday, November 21, 2007

কালো

"এমনি করে কালো কাজল মেঘ জৈষ্ঠ্য মাসে আসে ঈশান কোণে।
এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল-বনে।
এমনি করে শ্রাবণ-রজনীতে হঠাৎ‌ খুশি ঘনিয়ে আসে চিতে।
কালো?
তা সে যত-ই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ..."

-রবীন্দ্রনাথ ঠাকুর
"কৃষ্ণকলি আমি তারেই বলি"

লোগো কাহিনী

লোগো-টি কেমন ? ;)

কেরামতি সব-ই জিম্প (গিম্প্‌‌ ?) [২.৪.১ সদ্য 'প্রকাশিত' হইয়াছে! ]-এর 'স্ক্রিপ্ট্-ফু'-এর, যার সাহায্যে আমার এই 'শিল্পী-গিরি' ফলানো! খাসা জিনিস, ঠিকমত ব্যাবহার করতে জানলে ফোটোশপ্‌‌ -এর চেয়ে অন্তত একশো গুণ বেশী শক্তিশালী (বাড়িয়ে বলছি না, বিশ্বাস হচ্ছে না তো ব্যাবহার করে দেখুন - জিম্প্‌‌ এক্কেবারে 'ফ্রী'!)।

আরো সময় থাকলে আরো ভালো লোগো তৈরি হত হয়তো...আপাতত এতেই কাজ চলে যাবে, কী বলেন?

Tuesday, November 20, 2007

বাঙালি করেছে ভগবান রে!

আমার বাংলা ব্লগ্-এ আপনাকে স্বাগত জানাই!

এক কালে বাংলা ভাষায় আমার দখল ঈর্ষণীয় ছিল। পাঁচ বছর পর বাংলা লিখতে বসে বুঝতে পারছি সে গৌরব আজ রীতিমত 'স্খলিত' :( বানানের কী চচ্চড়ি বানাচ্ছি সে তো দেখতেই পাচ্ছেন।

অভ্যাস গেছে, তবে প্রেম-টা কিন্তু এখনো একেবারে যে কে সেই। তাই এই ব্লগ্। টুকরো-টাকরা কিছু কথা, কিছু কাব্যপংক্তি, কিছু গানের ছত্র, কিছু উক্তি, কিছু যুক্তি, কিছু গল্প, কিছু তর্ক, কিছু চিন্তা, কিছু ভাবনা... যখন যা মনে ধরবে, চট করে পৃথিবী-কে জানিয়ে দেবার জন্য.. খাঁটি বাংলায়...

আর অবশ্য-ই, বাংলা সফ্‌‌টওয়্যার সম্বন্ধে কিছু খোঁজখবর। যেমন এই, যেই সফ্‌‌টওয়্যার-টি আমি এই মুহুর্তে ব্যবহার করছি: মুক্তলেখা - খাসা জিনিস! ফোনেটিক্‌‌ ('যাহা শুনিবা তাহা লিখিবা') বাংলা টাইপিং 'ফ্রী' সফ্‌‌টওয়্যার। লে-আউট সহজ-সরল, রেন্‌‌ডারিং চমকপ্রদ। আমার কুবুন্টু ৭.১০ (গাট্‌‌সি)মোজিলা ফায়ারফক্‌‌স জুড়ি-র আদর্শ পরিপূরক মনে হচ্ছে... রিভিউ খুব শীঘ্র্-ই আসছে, তার আগে আরেকটু বাজিয়ে দেখে নি...ডাউন্‌‌লোড্‌‌ করতে চাইলে এখানে দেখুন।

বেশ খানিকটা সময় লাগলো এটা লিখতে, তবে সময়টা বাজে কাটলো না কিন্তু! :)