Tuesday, November 20, 2007

বাঙালি করেছে ভগবান রে!

আমার বাংলা ব্লগ্-এ আপনাকে স্বাগত জানাই!

এক কালে বাংলা ভাষায় আমার দখল ঈর্ষণীয় ছিল। পাঁচ বছর পর বাংলা লিখতে বসে বুঝতে পারছি সে গৌরব আজ রীতিমত 'স্খলিত' :( বানানের কী চচ্চড়ি বানাচ্ছি সে তো দেখতেই পাচ্ছেন।

অভ্যাস গেছে, তবে প্রেম-টা কিন্তু এখনো একেবারে যে কে সেই। তাই এই ব্লগ্। টুকরো-টাকরা কিছু কথা, কিছু কাব্যপংক্তি, কিছু গানের ছত্র, কিছু উক্তি, কিছু যুক্তি, কিছু গল্প, কিছু তর্ক, কিছু চিন্তা, কিছু ভাবনা... যখন যা মনে ধরবে, চট করে পৃথিবী-কে জানিয়ে দেবার জন্য.. খাঁটি বাংলায়...

আর অবশ্য-ই, বাংলা সফ্‌‌টওয়্যার সম্বন্ধে কিছু খোঁজখবর। যেমন এই, যেই সফ্‌‌টওয়্যার-টি আমি এই মুহুর্তে ব্যবহার করছি: মুক্তলেখা - খাসা জিনিস! ফোনেটিক্‌‌ ('যাহা শুনিবা তাহা লিখিবা') বাংলা টাইপিং 'ফ্রী' সফ্‌‌টওয়্যার। লে-আউট সহজ-সরল, রেন্‌‌ডারিং চমকপ্রদ। আমার কুবুন্টু ৭.১০ (গাট্‌‌সি)মোজিলা ফায়ারফক্‌‌স জুড়ি-র আদর্শ পরিপূরক মনে হচ্ছে... রিভিউ খুব শীঘ্র্-ই আসছে, তার আগে আরেকটু বাজিয়ে দেখে নি...ডাউন্‌‌লোড্‌‌ করতে চাইলে এখানে দেখুন।

বেশ খানিকটা সময় লাগলো এটা লিখতে, তবে সময়টা বাজে কাটলো না কিন্তু! :)

No comments: