Wednesday, November 21, 2007

লোগো কাহিনী

লোগো-টি কেমন ? ;)

কেরামতি সব-ই জিম্প (গিম্প্‌‌ ?) [২.৪.১ সদ্য 'প্রকাশিত' হইয়াছে! ]-এর 'স্ক্রিপ্ট্-ফু'-এর, যার সাহায্যে আমার এই 'শিল্পী-গিরি' ফলানো! খাসা জিনিস, ঠিকমত ব্যাবহার করতে জানলে ফোটোশপ্‌‌ -এর চেয়ে অন্তত একশো গুণ বেশী শক্তিশালী (বাড়িয়ে বলছি না, বিশ্বাস হচ্ছে না তো ব্যাবহার করে দেখুন - জিম্প্‌‌ এক্কেবারে 'ফ্রী'!)।

আরো সময় থাকলে আরো ভালো লোগো তৈরি হত হয়তো...আপাতত এতেই কাজ চলে যাবে, কী বলেন?

2 comments:

Indira Mukhopadhyay said...

লোগোটি বেশ ভাল হয়েছে ...

মাল্যবান said...

তোমারটা দেখে আমিgimp ডাউনলোড করলাম। আমিতো কম্পিউটারে বিরাট পন্ডিত ! ঘাটাঘাটি করে বুঝলাম না ,বাঙ্গালা অক্ষরের লোগো হল না । ধুস ।
তোমাকে কাছে পেলে শিখে নিতাম
মাল্যবান।
http://malyaban.blogspot.com